কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের দ্বিতীয় শ্রেনীতে পড়-য়া শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। তবে ধর্ষক ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় ঘটনাটি ধামা চাপার চেস্টা চলছে। অভিযোগে জানা গেছে, মোহনগঞ্জ ইউনিয়নের পাটাদহ পাড়া গ্রামের ছফের উদ্দিনের লম্পট ছেলে ২ সন্তানের জনক সাখাওয়াত হোসেন ধর্ষনের ঘটনাটি ঘটিয়েছে। এলাকাবাসী জানান, একই গ্রামের পার্শ্বের বাড়ির আবদুল মান্নান এর শিশু সন্তান আসমাউল হুসনা (৭) শনিবার সন্ধ্যায় প্রলোভন দেখিয়ে ধর্ষক সাখাওয়াত তার বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে স্ত্রী পুত্র না থাকায় নরপশু শিশুটিকে ঝাপটিয়ে ধরে ধর্ষণ করার চেষ্টা করে। পরে মেয়েটির আতœচিৎসারে আশেপাশের মানুষ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তার আত্মীয়স্বজন মেয়েটিকে রাত ১১টার দিকে রাজিবপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে মেডিকেল কর্মকর্তা সেতু রানী তার প্রাথমিক চিকিৎসায় ধর্ষণের আলামত পেয়েছেন বলে ভর্তি রেজিষ্টারে উল্লেখ করেছেন। রাতেই তার ভেজেরা রিপোর্ট ও উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর সদর হাসপাতালে রেফার্ড করেছেন। ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য ক্ষমতাধর এক নেতা চেষ্টা তদবীর চালাচ্ছেন বলেও ধর্ষীতার মা রহিমা খাতুন সাংবাদিকদের অভিযোগ করেছেন। ঘটনাটি সরে জমিনে তদন্তের জন্য রাজিবপুর-রৌমারী এএসপি সার্কেল মাহফুজুর রহমান ও ঢুষমারা থানার কর্মকর্তা ইনচার্জ রুহানী রাজিবপুর সদর হাসপাতালে পরিদর্শণ করেছেন এবং ডাক্তার সেতু রানীর সাথে কথা বলেছেন। পরে তারা পাটাদহ পাড়া ঘটনাস্থলে যান। এ ব্যাপারে এএসপি সার্কেল মাহফুজুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাটি যাচাই-বাচাই করে ভিকটিমকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করবেন বলেও তিনি জানান।