যশোরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হয়রত আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বানিয়াবহু গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হযরত আলী অসুস্থ হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর জানতে পারেন হযরত আলী নিউমোনিয়াতে আক্রান্ত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।