শেরপুরের ঝিনাইগাতীতে মেয়াদোত্তীর্ণ জব্দকৃত কীটনাশক ধ্বংস করেছে উপজেলা কৃষি বিভাগ। রবিবার (১৮ আগস্ট ) বিকেলে উপজেলা পরিষদ চত্তরে এসব কীটনাশক ধ্বংসের পর মাটি চাপা দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃতে রবিার সকাল থেকে উপজেলার বিভিন্ন হাটবাজারের কীটনাশক বিক্রির দোকানে অভিযান চালানো হয়। অভিযানে হলদীবাটা চৌরাস্তা বাজারের মেসার্স কাজল ট্রের্ডাস থেকে ৪৬ বোতল মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। পরে জব্দকৃত কীটনাশকগুলো ধ্বংস করে মাটি চাপা দেয়া হয়। এসব জব্দকৃত কীটনাশকের মুল্য প্রায় ১০ হাজার টাকা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।