পিরোজপুরের নাজিরপুরে ইমাম হোসেন ঘরামী(২৮) ও নিয়াজ মোর্শেদ সনেট(২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বৈঠাকাটা তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুগারঝোর গ্রামের সুমন মল্লিকের মুরগীর ফার্ম থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১২পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ইমাম হোসেন ঘরামী উপজেলার মুগারঝোর গ্রামের মোতালেব ঘরামির ছেলে এবং নিয়াজ মোর্শেদ সনেট একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। নাজিরপুর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম মুনির জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু হয়েছে।