যশোরের কেশবপুরে বাল্য বিয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত কনেকে ২ বছরের কারাদ- ও বরকে ১ মাসের আটকাদেশ প্রদান করেছেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কেশবপুর পৌর শহরের সাহা পাড়ার গোপাল সেনের মেয়ে প্রিয়া সেন (১৮) একই এলাকার উজ্জ্বল সাহার ছেলে সৌরভ সাহার (২০) সঙ্গে বাল্য বিয়ে করে। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানূর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কনেকে দুই বছরের কারাদ- ও বরকে এক মাসের আটকাদেশ প্রদান করেন।