বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ডাকে নবম ওয়েজবোর্ডের রোয়েদাদের গেজেট প্রকাশের বিরুদ্ধে নোয়াবের মামলার প্রতিবাদ, গণমাধ্যমকর্মী আইন পাস, ঢালাও ছাঁটাই বন্ধসহ সাংবাদিকের নিরাপত্তার দাবিতে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) মানববন্ধন কর্মসুচী, বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করেছে।
রবিবার সকাল ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচী, বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালনকালে বক্তব্য রাখেন এমইউজে’র সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, বিএফইউজে’র নির্বাহী সদস্য ও এমইউজে’র যুগ্ম সম্পাদক অমিত রায়। এ সময় বিএফইউজে’র নির্বাহী সদস্য শাহিদুল আলম খসরু, দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক আবদুল হাসিম, নাসির উদ্দিন (অদম্যবাংলা), নিয়ামুল কবির সজল (কালেরকণ্ঠ), আবুল কাশেম (স্বদেশ সংবাদ), বিপ্লব বসাক (আরটিভি), রাকিবুল হাসান রুবেল (ডিবিসিটিভি), হোসাইন শাহিদ (যমুনাটিভি), এম এ আজিজ (স্বজন), কামাল হোসেন (স্বজন), নাজমুল হুদা মানিক (প্রভাত), প্রদীপ বিশ্বাস (স্বজন), আজিজুর রহমান খোকন (স্বদেশ সংবাদ), মাইনুদ্দিন রায়হান (সবুজ), জগলুল পাশা রুশো (প্রথম আলো), দেলোয়ার হোসেন (যমুনা টিভি) ও সালাহউদ্দিন বেলাল (ভোরের ডাক) উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে অবিলম্বে নবম ওয়েজবোর্ডের রোয়েদাদের গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে।