ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দূর্ঘটনায় পিতা নিহত ও পূত্র আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৯টার দিকে কালিগজ্ঞ-জীবননগর মহাসড়কের কোটচাঁদপুর ফাঁয়ার সার্ভিস অফিসের অদুরে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কোটচাঁদপুর উপজেলার কাগমারী কুমিল্লাপাড়ার আঃ জলিলের ছেলে মিজানুর রহমান (৪০) শনিবার রাতে কোটচাঁদপুর শহরের ”রুপকথা থ্রীপিট কর্ণার” নামক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ তার ১০ বছর বয়সি ছেলে তামিমকে নিয়ে মোটর সাইকেল যোগে গ্রামে ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে ফাঁয়ার সর্ভিসের অফিস পার হওয়া মাত্রই অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে পিতা পত্র মটর সাইকেল নিয়ে পড়ে যায়। এ সময় পূত্র তামিমের সামান্য আঘাত লাগলেও মিজানুর রহমান রোড়ের উপর পড়ে মাথায় আঘাত লেগে রক্ত ক্ষরণ হতে থাকে। ঘাতক বাসটি এ সময় পালিয়ে যায়। রাতের অন্ধকারে বাসের নম্বর কেউ বলতে পারেনি। সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মিরা তাদেরকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার হাবিব বাহার মৃত বলে ঘোষনা করেন মিজানুর রহমানকে। ছেলে তামিমকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। ডাঃ হাবিব বাহার এ প্রতিনিধিকে বলেন, হাসপাতালের আসার আগেই মিজানুর রহমানের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার সেকে- কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, রাতে লাশের আইনি সকল কার্যক্রম শেষ করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।