দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের ৩ টি গ্রামে বিদ্যুতায়ন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৭আগষ্ট শনিবার বিকালে উপজেলার সানন্দবাড়ি মোহনা চত্ত¦রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সাংস্কৃতি মন্ত্রী,বর্তমানে পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যন সোলায়মান হোসেন সোলাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ইসতিয়াক হোসেন দিদার, সাবেক পৌর মেয়র নুরন্নবী অপু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপক) এর সহ-সভাপতি এম এ বারী আকন্দ, সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, পল্লী বিদ্যুৎ বকসিগঞ্জ জোনাল অফিসের জোনাল ম্যানেজার আক্তারুজ্জামান প্রমুখ।
পরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া, আকন্দ পাড়া, ও মধ্যের চরে ১৩৯ জন গ্রাহকের মধ্যে মোট ১০৭ ওয়ারিং কৃত গ্রাহকদেরকে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় প্রধান অতিথি বিদ্যুৎ বাতি জ¦ালিয়ে শুভ উদ্বোধনী ঘোষনা করেন।