বগুড়ায় জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের ব্যক্তিগত অফিসে হামলার ঘটনায় অবশেষে বগুড়া সদর থানায় মামলা হয়েছে।
নবাববাড়ী রোডের শ্রী দুলাল চন্দ্র দাসের ছেলে বিশিষ্ঠ যুবলীগ নেতা আনন্দ কুমার দাস বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। এ মামলায় শহরের চকসুত্রাপুর এলাকার মজিবর রহমানের ছেলে এবং আলোচিত যুবলীগ নেতা মতিন সরকার ও তুফান সরকারের ছোট ভাই ঝুমুর সরকারকে ১ নং আসামি করা হয়েছে। মামলায় এজাহার নামীয় মোট ১৩জন সহ আরো অপরিচিত ৭/৮জনকে আসামি করা হয়েছে। গত ১৬ আগস্ট তারিখে থানায় মালাটি নথি ভুক্ত করা হয়। তবে শেষ খবর পর্যন্ত এ মামলায় কোন গ্রেপ্তার নেই।
গত বুধবার দিবাগত রাত ১টা থেকে সোয়া ১টার দিকে শহরের নওয়াব বাড়ি সড়কে টিএমএসএস মহিলা মার্কেটের উত্তর পাশে অবস্থিত জেলা যুবলীগের সভাপতির ব্যাক্তিগত ওই অফিসে রাতের আঁধারে হামলার ঘটনার ঘটনায় ভাংচুর চালানো হয়। এসময সেখানে বেশ কয়েক রাউন্ড গুলি ছোরে হামলাকারীরা।
এ বিষয়ে গতকাল শনিবার বগুড়া সদর থানার ইনচার্জ আবুল কালাম আজাদ এর সাথে কথা বলা হলে তিনি হামলার কারণ উল্লেখ করে জানান, স্থানীয় চন্দন কুমার নামের এক যুবলীগ নেতার সাথে বালু মহালের আধিপত্য ও ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
এবিষয়ে এক অনুসন্ধানে জানা গেছে, বালু ব্যবসাকে কেন্দ্র করে যুবলীগ নেতা চন্দন কুমারের সাথে বগুড়ার বহুল আলোচিত যুবলীগ থেকে বহিস্কৃত নেতা চকসুত্রাপুর এলাকার আবদুল মতিন সরকারের ছোট ভাই ঝুমুর ও তার অনুগত কয়েক জনের বিবাদ নিয়ে বেশ কিছুদিন যাবত উত্তেজনা ছিল বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
ইত মধ্যই পুলিশ ও যুবলীগ নের্তৃবৃন্দ ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোটা মুটি হামলার সময় এবং ধরন সহ হামলকারীদের বিষয়ে নিশ্চিত হয়।