ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিবছরের ন্যায় উপজেলা উলামা সমিতির আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও বিশাল উলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯ টায় স্থানীয় রেলওয়ে ষ্টেশন জামে মসজিদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা উলামা সমিতির সভাপতি হাফেজ মোঃ নূরুল ইসলাম। এতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মুফতি হিফজুর রহমান।
উপজেলা উলামা সমিতির নেতা হাফেজ মাওলানা ইউসুফ বিন মনিরের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ মাওলানা নূরুল ইসলাম, মাওলানা মাহদি হাসান, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা মোবারক হোসাইন, মাওলানা আনোয়ার আসাদ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা ইকবাল মাহমুদ, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা হক মাসরুর, হাফেজ আবদুস সামাদসহ উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে আগত প্রতিনিধিগণ প্রমূখ।