যশোরের চৌগাছায় ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় শহরের মুক্তদহ ভৈরব ব্রিজের পাশে নদে এই পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা: নাসির উদ্দিন। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ভৈরব নদে ৩৮০ কেজি বিভিন্ন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, নারী ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার পপি, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ডিএডি পলাশ বালা, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা হবিবর রহমান হবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল, সাবেক দপ্তর সম্পাদক শেখ মঈনুল হাসান বাচ্চু, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান তোতা মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু সৈয়দ শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক বিএম শফিকুজ্জামান রাজু প্রমুখ।