যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় ফজলুর রহমান (২০) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। শনিবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ফজলুর রহমানের বাড়ি বাঘারপাড়া উপজেলার সুখদেবনগর গ্রামে। ফজলুর রহমান শুক্রবার রাতে আঁখের ভাড়া নিয়ে মাগুরায় যান। আখ নামিয়ে বাড়ি ফেরার পথে গলগলিয়া গ্রামের মধ্যে তার গাড়িটি খাদে পড়ে যায়। এ সময় তিনি ঘটনাস্থালেই নিহত হন।
বাঘারপাড়া থানার ওসি জসিম উদ্দীন জানান, বেপরোয়া গাড়ি চালিয়ে আসছিলেন ফজলুর রহমান। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তার আলমসাধু গাড়িটি খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে।