সাতক্ষীরাার কলারোয়ায় মাদক ক্রয় ও বিক্রয়ের সময় ৬যুবক আটক হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাবাড়ীয়ার মঠবাড়ী এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশ। আটকৃত যুবকরা হলো-উপজেলার সোনাবাড়ীয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে বাচ্চু হোসেন (২৮), পৌর সদরের মুরারীকাটি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শেখ রাজু (৩৪), গদখালী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২২), গোপিনাথপুর গ্রামের অজয় দেবনাথের ছেলে বিপ্রজিত দেবনাথ (২৭), সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের শান্তিপদ স্বরের ছেলে সুব্রত কুমার স্বর (৩০), আগরদাড়ী গ্রামের বদরুল ইসলামের ছেলে আরিফ রায়হান (২২)। থানার এএসআই মিজানুর রহমান, এএসআই সাগর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার সোনাবাড়ীয়ার মঠবাড়ীগামী জনৈক মকর আলীর বাড়ীর পূর্ব পাশের্^ কালভাটের উপর থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৬হাজার টাকা মূল্যের ১০বোতল ফেনসিডিল জব্দ করা হয়। শনিবার সকালে থানার কর্মকর্তা ইনচার্জ মুনীর-উল-গীয়াস জানান-আটককৃত ৬জনের মধ্যে অনলাইন টিভি চ্যানেল “এস বাংলা নিউজ টিভি”পরিচয়দানকারী শেখ রাজু ও এসপি গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার বিপ্রজিত দেবনাথ নামের দুই যুবক রয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-১৫(৮)১৯ হয়েছে।