অবৈধ ভাবে ভারতে প্রেবেশ কালে আলিমুল ইসলাম (২৮) নামে এক যুবক আটক হয়েছে। সে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালী গ্রামের নাজমুল ইসলামের ছেলে। শনিবার সকালে কাঁকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক বাবুল হোসেন জানান- শুক্রবার সকাল ১০টার দিকে ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার-১৩/৩ এস এর ৬আরবির জিরো পয়েন্ট দিয়ে ওই যুবক ভারতে প্রেবেশের চেষ্টা করে। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। কলারোয়া থানার এসআই সুবীর কুমার ঘোষ জানান-আটককৃত যুবকের বিরুদ্ধে কলারোয়া থানায় পাঁচপোর্ট আইনে একটি মামলা নং-১৪(৮)১৯ দায়ের হয়েছে।