বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি)এর বিশেষ অভিযানে বিপুল পরিমান ইয়াবার চালান আটক করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয়েছে নারী পুরুষ সহ মাদক সেন্ডিকেটের ৪জনকে। শুক্রবার রাতে কেন্দ্রীয় বাস টার্মিন্যাল এলাকার চারমাথা মোড় থেকে তাদের মাদক সহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, টেকনাফের গোদার বিল এলাকার বাসিন্দা আবদুল গফুর এর ছেলে ওমর ফারুক(২৪), কক্সবাজার সদর এলাকার -তেতৈয়া এলাকার মৃত হানিফ এর ছেলে বিল্লাল উদ্দিন ওরফে সায়েম(৩৩), হবিগঞ্জ জেলার গনকীরপাড় এলাকার মোঃ আবদুস সালাম এর ছেলে ফারুক মিয়া(২৫) ও তার স্ত্রী মোছাঃ নিপা বেগম(২০)।
বগুড়া জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানানো হয় . গত শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন এক সংবাদের ভিত্তিতে ডিবি ইউনিটের ইন্সপেক্টর মোঃ আছলাম আলী পিপিএম এর নের্তৃতে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিন্যাল চারমাথা মোড় এলাকার খাজা কনফেকশনারী দোকানের সামনে থেকে উল্লিখিত ৪জনকে আটক করে।
এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার এবং জব্দ করা হয় সর্বমোট ৩৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট। ডিবি জানায় আসামিরা নিজেরাই বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা কক্সবাজার হইতে বিশেষ কায়দায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া া বগুড়া শহর ও আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করিয়া থাকে।