মুলাদীতে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর হাওলাদার ফাউ-েশনের পরিচালক এম.এ কাইয়ুম হাওলাদারের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইউসুফ আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল বারী। বিশেষ অতিথি ছিলেন মুলাদী পৌর মেয়র মোঃ শফিক উজ্জামান রুবেল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মুলাদী থানার কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার হাবিবুর রহমান হাওলাদার, ডেপুটি কমা-ার হাবিবুর রহমান হান্নান, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ওমর ফারুক, মুলাদী পৌরসভার প্যানেল মেয়র আলহাজ¦ আঃ রব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দুুলাল হাওলাদার, দপ্তর সম্পাদক জিয়াউল আহসান শিপু খান, সহ-দপ্তর সম্পাদক নজরুল ইসলাম নান্নু রাঢ়ি, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সন্তান (মহিলা) কমা-ের সভাপতি রোজিনা ইয়াসমিন অন্তরা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েত আহসান খান তিলকসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।