ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসার শিক্ষার্থী মিনহা রাফিদা উপর অ্যাসিড নিক্ষেপকারী অজ্ঞাত দুই দুবৃর্ত্তকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় সচেতন এলাকাবাসীর আয়োজনে গফরগাঁও-হোসেনপুর সড়কের আনসারনগর মাদ্রাসার সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়। উপজেলার পাঁচবাগ ইউনিয়নের সচেতন এলাকাবাসী ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোফাজ্জল আনসারী, নজমুদ্দিন খান আকিব, প্রভাষক শাহ আলম, ছোটন খান প্রমূখ। বক্তারা বলেন, অ্যাসিড হামলা ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে পুলিশ মামলাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। ঘটনায় ২১দিন অতিবাহিত হলেও পুলিশ মামলায় মোটরসাইকেল আরোহী দুই দুবৃর্ত্তকে চিহিৃত করে গ্রেফতার করতে পারেননি। বক্তারা অবিলম্বে প্রকৃত অপরাধী দুই দুবৃর্ত্তকে গ্রেফতারের দাবি জানান।