সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে পাঁচ সদস্যের পরিবারের চারজনেরই। মা-বাবা-ভাই-বোনকে হারিয়ে অনেকটা অলৌকিকভাবে বেঁচে রইল পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য তিন বছরের অবুঝ শিশু নাহিদ ইসলাম। হাসপাতালে চিকিৎসাধীন অবুঝ ওই শিশুটি যে চিরদিনের মতো এতিম হয়ে গেল তা বুঝার বিন্দু মাত্র ক্ষমতা তার নেই।
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত পাঁচ জন হলেন ছোট্ট নাহিদের মা-বাবা-ভাই-বোন ও মামা। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য তিন বছরের শিশুপুত্র নাহিদ বর্তমানে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ও প্রাইভেটকারচালক সেলিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগর গ্রামের রফিকুজ্জামান (৪৫), স্ত্রী নাজমুন্নাহার শামীমা (৪০), কলেজ পড়-য়া ছেলে নাবিল হোসেন (১৮ ) মেয়ে রওনক জাহান (১৩) ও শ্যালক আশরাফ (২৫)।
নিহতের স্বজনেরা জানান, রফিকুজ্জমান নরসিংদীর মাধবদী বাংলা টেক্সটাইলের মালিক। তাদের গ্রামের বসবাস করতেন নরসিংদীতে। তারা সপরিবারে ঈদের ছুটিতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধুপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে শুক্রবার টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে গৌরীপুর উপজেলা রামগোপালপুরে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিকার হন তারা।