পাবনার সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে নবনির্বাচিত সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলা ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনকে সংবর্ধনা প্রদান, ঈদ পুনর্মিলনী ও স্মরণ সভার আয়োজন করা হয়। শনিবার ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ¦ নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য প্রদান ও পাওয়ার প্রজেক্টের মাধ্যমে সাঁথিয়া উপজেলার আগামি ২০বছরের উন্নয়ন ভাবনা তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ডা. মনসুরুল ইসলাম। এই সংগঠনটি ২০১৪ সাল থেকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, গুণিজন সংবর্ধনা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের গৃহনির্মাণ, সন্ত্রাস,মাদক, জঙ্গীবাদ বাল্যবিয়ের বিরুদ্ধে গণসচেতনতা মূলক নানামুখি কার্যক্রম চালিয়ে আসছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সমাজসেবক মোজম্মেল হক খান, জেলা পরিষদের সদস্য শামসুন্নাহার মুক্তা, মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, জহুরুল ইসলাম, অধ্যাপক আব্দুদ দাইন সরকার, অধ্যাপক আশরাফুল আলম মজনু, সমাজসেবক কার্তিক সাহা, প্রধান শিক্ষক ইকবাল হোসেন, আলতাফ হোসেন, শফিকুল ইসলাম রিপন প্রমুখ।