মুক্তাগাছায় সায়মা ওয়াজেদ পুতুল আওয়ামী দলীয় ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কান্দিগাঁও গ্রামে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধর্মপুত্র দাবিদার মোঃ কলম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি সুনীল চন্দ্র সাহা, আরিফ রব্বানী, মোঃ হাসেম আলী, আঃ হাই, আবুল হোসেন খান, বদিউজ্জামান বকুল, সোমার আলী, আঃ খালেক, হারেজ আলী, আকবর হোসেন, তোফাজ্জল হোসেন, মীর সোহেল প্রমূখ।
উল্লেখ্য বিগত ৪ বছর পূর্বে কান্দিগাঁও পূর্বপাড়া গ্রামের কলম মিয়া তার নিজস্ব জমিতে সায়মা ওয়াজেদ পুতুল আওয়ামী দলীয় ক্লাব প্রতিষ্ঠা করে বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানাদি পালন করে আসছে। তিনি ইতোমধ্যে ৩ শতাংশ জমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নামে রেজিস্ট্রি করার জন্য প্রধানমন্ত্রী বরাবর কয়েক দফা চিঠি দিয়েছেন। স্থানীয় সাংসদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এর স্মরণাপন্নও হয়েছেন তিনি।