বগুড়ার সারিয়াকান্দির চরে ফুটবল খেলার সময় নদী থেকে বল তুলতে গিয়ে যমুনা নদীতে নিখোঁজ ২সহদরের মধ্য বড় ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে। ঘটনার প্রায় ১৮ঘন্টা নিখোঁজ ওমর আলীর (১৫) মরদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। তবে নদীতে ভেসে যাওয়া ছোট ভাই জাহিদ হাসান (১২) এখনও নিখোঁজ রয়েছে। ধারনা করা হচ্ছে তারও সলিল সমাধি হয়েছে।
নিহত ওমর আলী ও নিখোঁজ তার অনুজ বগুড়া শহরের আটাপাড়ার পল্লী চিকিৎসক আতিকুর রহমানের ছেলে এবং তারা যথাক্রমে শাহীন স্কুলের নবম শ্রেণী ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তাদের গ্রামের বাড়ি সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নে পাকুরিয়া চরে। ঈদ পালনের লক্ষে তারা তাদের দাদার বাড়ীতে বেড়াতে গিয়েছিল।
জানা গেছে, গত শুক্রবার বিকেলে উপজেলার কাজলা ইউনিয়নে যমুনার পাকুরিয়া চরে বন্ধুদের সাথে বল খেলার সময় তাদের বলটি যমুনায় গিয়ে পড়ে। দু’ভাই ওই সময় নদীতে পড়ে যাওয়া বলটি আনতে গেলে যমুনার তীব্র ¯্রােতে ভেসে যায়।
এব্যপারে সারিয়াকান্দি থানার দায়িত্বে থাকা এসআই সুব্রত কুমার ঘোষ এর সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদ সংস্থা এফএনএস’কে বলেন, শুক্রবার বিকালে ঘটনার সংবাদ পেয়ে সারিয়াকন্দি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় নদীতে নিখোজ দুই ভাইয়ের খোজে তল্লাশী অভিযান চালায়। এদিকে সন্ধ্যার আগে খবর পেয়ে রাজশাহী থেকে আগত একটি ফায়ার সার্ভিসের ডুবুরি দলও সেখানে উদ্ধার কাজ শুরু করে। রাত ৮টা পর্যন্ত ডুবুরি দলটি নদীর ভাটিতে তল্লাশি চালিয়ে নিখোজ সহদরের সন্ধান না পেয়ে তাদের অভিযান স্থগিত করেন।
গতকাল শনিবার সকাল থেকে আবারো তল্লাশী অভিযান শুরু হলে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ভাটিতে নিখোজ ওমরের লাশ উদ্ধার করা হয়। তবে এসংবাদ লিখা পর্যন্ত ওমরের ছোট ভাই জাহিদের কোন সন্ধান মেলেনি।