কুড়িগ্রামের রাজিবপুরে মার সাথে নানা বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলো নুরনবী নামের এক শিশু। তার বাবার বাড়ি গাইবান্ধা। তার বাবার নাম আশরাফ আলী। মায়ের নাম নুজু ভানু। সংশ্লিষ্ট ইউপি সদস্য জানান,শুক্রবার দুপুরের দিকে নুরনবী নামের শিশুটি তার নানা বাড়ি রাজিবপুর সদর ইউনিয়নের আজগর দেওয়ানী পাড়া নিকটস্থ সোনা ভরি নদীর ধারে বেড়াতে যায়। সেখানে নদীর পাড়ে একটি ঝাকি জাল দেখতে পায়। ছেলেটি হাতের সাথে জালের রশি বেধেঁ নদীর দিকে ফিকে মারে। তার চেয়ে জালের কাঠির ওজন বেশি হওয়ায় জালের সাথে সেও নদীতে গড়িয়ে পড়ে যায়। নিখোঁজ থাকে প্রায় সাড়ে ৫ ঘন্টা। অনেক খোজার পর সন্ধ্যার দিকে তার লাশের সন্ধ্যান মিলে। পরে তার আতœীয় স্বজন তাকে উদ্ধার করে রাজিবপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার দেলোয়ার হোসেন তাকে মৃত্যু ঘোষনা করে। রাতেই তার লাশ ,তার বাবার বাড়ি গাইবান্ধায় পাঠিয়ে দিয়েছেন বলে তার মামা লুৎফর রহমান জানিয়েছেন।