সারা দেশে একযোগে ৬৩ জেলায় বোমা হামলার ভয়াবহ কলংকজনক দিন ১৭ আগস্ট, আজ। ওই ঘটনায় হতাহতের সংখ্যা হাতেগোনা গেলেও জঙ্গিদের নারকীয়তায় কেঁপে উঠেছিল পুরো দেশ।ভয়-আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। ২০০৫ সালের ১৭ আগস্ট মুন্সীগঞ্জ জেলা ছাড়া রাজধানী ঢাকাসহ সারা দেশে একযোগে ৩৫০টি স্থানে বোমার বিস্ফোরণ ঘটায় জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি।দেশ কাঁপানো সেই হামলায় এক শিশুসহ দুজন নিহত হয়, আহত হয় দুই শতাধিক মানুষ। বোমা হামলার ঘটনায় সারা দেশে মামলা হয়েছে ১৬১টি। ৬৬০ জন আসামির মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৪৫৫ জন। ১০২টি মামলার রায়ে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে ২৪৭ জঙ্গির। ১৫ জনের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।জেএমবির প্রতিষ্ঠাতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ শীর্ষ জঙ্গিদের ফাঁসি কার্যকর হয়েছে বহু আগেই। তবুও থেমে নেই জঙ্গি তৎপরতা। হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি ২০ নাগরিককে হত্যার পর নব্য জেএমবি সদস্যদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সেসব অভিযানে নিহত হয় নব্য জেএমবির শীর্ষ নেতারা। জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সরকার।