ফকিরহাটে কাজি আজহার আলি কলেজে বিন¤্র শ্রদ্ধা ও ভালোবাসায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলুর উপস্থিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ হাওলাদার মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের পর কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোক র্যালী শুরু করে ফকিরহাট ডাকবাংলো মোড় থেকে বাজার প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। র্যালী শেষে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রশিদ মুক্তি সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক ও অন্যান্য নেতৃবৃন্দ সহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ সকল নিহতদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।