বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার দ্বিতীয় দিনে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল কোরআন খানী, মিলাদ মাহফিল, দোয়া, গণভোজ ও আলোচনা সভা।
উদ্ধবগঞ্জস্থ সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগের আয়োজনে সকালে কোরআন খানীর মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পরে জুমার নামাজ শেষে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের আত্বার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মিজানুর রহমান দোয়া পরিচালনা করেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মাহফুজুর রহমান কালাম সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলহাজ মাহফুজুর রহমান কালাম দুস্তদের মাঝে খাবার বিতরণ করেন।
অপর এক অনুষ্ঠানে সনমান্দী ইউনিয়নের সোনাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মাহফুজুর রহমান কালাম। এসময় নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি করিম আহাম্মেদ, সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, সোনারগাঁ উপজেলা যুবলীগ নেতা সামসুজ্জামান সামসু, মামুন আল ইসমাইল প্রমুখ উপস্থিত ছিলেন।