ময়মনসিংহের গফরগাঁওয়ে গত বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার ঐতিহ্যবাহী শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় উদ্যোগে আলোচনাসভা, দোয়া মাহফিলসহ দিনব্যাপী প্রতিযোগিতামূলক কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, হামদ-নাতসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর এর জীবন ও কীর্তির উপর আলোচনা সভায় অংশ নেন- বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহ মোঃ আকবর হোসাইন, সিনিয়র শিক্ষক মোঃ ইউনুছ আলী, সহকারি শিক্ষক অরুণ চন্দ্র সরকার, ফারজুল ইসলাম ও আশরাফুল আলম প্রমূখ। পরে প্রতিযোগীতা শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।