পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলায়এস.এসসি বা সমমান ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭৭জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন স্বরুপকাঠি অফিসার্স অ্যাসোসিয়েশন। আজ শুক্রবার সকাল ১১টায় সরকারি স্বরুপকাঠি কলেজ মিলনায়তনে সাবেক যুগ্ম সচিব জনাব শ্যামা প্রসাদ বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও রেলপথ মন্ত্রণালয় সচিব জনাব মোঃ মোফাজ্জেল হোসেন,সাবেক সচিব জনাব মোঃ শামসুল হক, বিশেষ অতিতি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জনাব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পিরোজপুর পুলিশ সুপার জনাব হায়াত’ল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু প্রমুখ। এ সময় শিক্ষার্থীদের উদেশ্যে প্রধান অতিথি বলেন, ভাল শিক্ষায় শিক্ষীত হলে প্রতি ঘরে-ঘরে বঙ্গবন্ধু শেখ মুজিব জম্ম হত।