যথাযোগ্য মর্যাদায় বৃহস্পতিবার যশোরে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। সকালে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এদিকে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে যশোর কালেক্টরেট চত্ত্বর থেকে বের করা হয় শোক র্যালি। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরালে গিয়ে শেষ হয়। এরপর যশোর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরআগে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মঈনুল হক, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ নেতৃবৃন্দ। এছাড়া, শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব যশোর, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে সারাদিনই বিভিন্ন পাড়া মহল্লায় আলোচনাসভা, দরিদ্রভোজের আয়োজন করা হয়েছে।