যশোরে ট্রেনে কেটে রিজিয়া বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ট্রেন থেকে নামতে গিয়ে নিচে পড়ে এ ঘটনার শিকার হন। অপরদিকে, কোতোয়ালি থানা পুলিশ রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৩৮) এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।
নিহত রিজিয়া বেগমের জামাই রস্তম আলী জানান, শাশুড়িসহ তিনি, তার স্ত্রী ও সন্তান টাঙ্গাইল থেকে যশোরের শার্শা উপজেলার নাভারণে যাওয়ার জন্য বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর রেলস্টেশনে এসে পৌঁছান। এ সময় ট্রেন থেকে নামতে গিয়ে তার শাশুড়ি পা পিছলে নিচে পড়ে যান। একই সময় ট্রেনও চলতে শুরু করে এবং রিজিয়া বেগমের দু’পায়ের উপর দিয়ে ট্রেনের চাকা চলে যায়। দুই পা কেটে ও মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর জখম হন। দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিজিয়া বেগম টাঙ্গাইল জেলার কালিহাটি উপজেলার সাতিহাটি গ্রামের হাজি তোফাজ্জেল হোসেনের স্ত্রী। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.অমিয় দাস বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
অপরদিকে, যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, বৃহস্পতিবার সকালে যশোর-বেনাপোল সড়কের তপসীডাঙ্গা এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত (৩৮) এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মুখ ও শরীরে জখমের চিহ্ন ছিল। তার পরনে চেক লুঙি ও গায়ে সাদা শার্ট ছিল। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।