যশোরে মিনারুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে তার মৃত্যু হয়। মিনারুল সদর উপজেলার সালতা গ্রামের সদর আলী গাজীর ছেলে।
নিহতের ভাই আক্তারুজ্জামান জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্ত্বরা মিনারুলকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর হাসপাতালের অপারেশন থিয়েটারে জরুরী বিভাগের চিকিৎসক আবদুর রশিদ রাত পৌনে দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, অতিরিক্ত রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতয়ালি থানার ওসি (অপারেশন) সেখ তাসনীম আহমেদ বলেন, মিনারুল ইসলাম নামে এক যুবককে তার বাড়ির পাশেই কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তবে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। তবে কি কারণে কারা তাকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়ে পুলিশ কোন তথ্য দিতে পারেনি। তিনি বলেন, মিনারুল এলাকায় নিরীহ ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল। ওইদিন রাতে সে বাড়িতেই ছিল। হঠাৎ করেই সে নিখোঁজ হয়। পরে রাত ১২টার দিকে বাড়ির পাশের ড্রেনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।