জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাকেরগঞ্জে পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর উপজেলার আউলিয়াপুরে সংগঠনের নিজ কার্যালয়ে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পল্লী বাংলা উন্নয়ন সংস্থার সভাপতি দানিসুর রহমান লিমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার তানিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক আজকালের খবরের প্রতিনিধি মোঃ বেলাল হোসেন, দৈনিক সুন্দরবন পত্রিকার উত্তম কুমার, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাশার, তামান্না জাহান, রাবেয় বেগম, মুক্তা বেগম, রাজিয়া বেগম, আয়শা বেগম প্রমুখ। দোয়া-মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।