সাতক্ষীরার কলারোয়ায় ফেনসিডিলসহ দুই যুবক আটক হয়েছে। আটককৃত ওই যবকদ্বয় হলেন- উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত সাদেক আলী সরদারের ছেলে হাসান আলী (২০) ও রামকৃষ্ণপুর গ্রামের আফসার আলী মিস্ত্রীর ছেলে আ: সালাম (২৭)। তাদের কাছ থেকে পুলিশ ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান-ওই দুই যুবক বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ফেনসিডিল নিয়ে উপজেলাধীন লোহাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে আসার সময় আটক হয়। থানার এসআই মাসুদুজ্জামান, এএসআই সাগর আলী, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই যুবককে আটক করে। এ বিষয়ে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।