কচুয়ায় এক গৃহবধু খুন। পুলিশ জানায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের মাধপকাঠি গ্রামের পারভেজ শিকদারের স্ত্রী মিনারা বেগম(৪৫)কে হত্যা করেছে তার পাষন্ড স্বামী নিজেই। জানা যায় গৃহবধু মিনারা ও পারভেজ উভয় স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলেই আসছিল। গত কয়েকমাস পূর্বে স্বামী স্ত্রীর মধ্যে এই পারিবারিক কলহের কারণে স্বামী পারভেজ শিকদার তার মামা রফিকুলের বাড়িতে বেড়াতে চলে যান,সেখানে কিছুদিন থাকার পর, গত রমজান মাসে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে স্বামী পারভেজ শিকদার পুনরায় আবার তার স্ত্রীর সাথে একইভাবে কলহ বিবাদ শুরু করে, বিষয়টি নিয়ে এলাকার মুরব্বী ও গন্যমান্য ব্যক্তিবর্গ কয়েক বার শালিশ মিমাংশা করে দেন।এভাবেই বেশ ভালই চলছিল কিন্তু গতকাল ১৫ আগস্ট সকাল ৮টা ৫২ মিনিটের সময় জানা যায় যে, স্বামী পারভেজ শিকদার তার স্ত্রী মিনারাকে মাথায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে নিজ ঘরের বারান্দায় ফেলে রেখেছে। নিহত মিনারার মহাসিনা খাতুন লাবনী (২০) ও তানজিমা খাতুন (৯)নামে ২টি কন্যাসন্তান রয়েছে। কচুয়া থানার অফিসার্স ইনচার্জ শেখ সফিকুর রহমান বিষয়টি জানতে পেরে এস আই মনিরুল ইসলাম ও এএসআই আরাফাত শেখকে সংগে নিয়ে লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে পাঠায়, এবং এই হত্যা মামলার ১নং আসামি পারভেজ শিকদারকে আটক করে নিয়ে আসে। এ ব্যাপারে নিহত গৃহ বধুর ভাই ওবায়দুল শিকদারের বাদী হয়ে কচুয়া থানায় ১টি হত্যা মামলা করেন। মামলা নং-০৫ ,তাং-১৫-০৮- ২০১৯,ধারা- ৩০২/৩৪।