যথাযোগ্য মর্যাদায় শেরপুরে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সূর্যদোয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়।
সকাল ৯ টায় কালেক্টরেট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।
পরে একটি শোক র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জেলা প্রশাসনের আয়োজনে শিশুদের কবিতা আবৃতি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।