জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবন অবলম্বনে আমতলীতে “রেসকোর্স ময়দান থেকে বলছি” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আমতলী পৌরসভা মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার এ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধান অতিথি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।
আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জিএম দেলওয়ার হোসেনের সভাপতিত্বে এ বইয়ের মোড়ক উন্মোচন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ মনিরা পারভীন, ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি, সাবেক পৌর মেয়র মোঃ নাজমুল আহসান নান্নু,এ্যাড. এমএ কাদের মিয়া, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. আলহাজ¦ মো: নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার, শহীদুল ইসলাম মৃধা, একেএম নুরুল হক তালুকদার, জেলা পরিষদ সদস্য মোসাঃ শাহিনুর তালুকদার, যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান, বইয়ের লেখক কবি সুলতান মাহমুদ ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন সবুজ প্রমুখ।