আমতলী পৌরসভার উদ্যোগে আইন শৃঙ্খলা উন্নতি, পাহারাদার নিয়োগ, মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন আকন,এনএসএস নির্বাহী পরিচালক এ্যাড. শাহাবুদ্দিন পান্না, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, একেএম নুরুল হক তালুকদার, কাউন্সিলর জিএম মুছা, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, রিয়াজ উদ্দিন মৃধা, কালু খলিফা, হাবিবুর রহমান, সাংবাদিক পরিতোষ কর্মকার, ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মুদি মনোহরদি সমিতির সভাপতি মোঃ শিপন তালুকদার ও ব্যবসায়ী কামাল আকন প্রমুখ।