বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালোব্যাজ ধারন, শোক র্যালী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, বেকার যুবকদের মাঝে ঋণ বিতরন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সকাল ১০ টায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোক র্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে ইউএনও’র কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোসাঃ মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) কমলেশ চন্দ্র মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জিএম দেলওয়ার হোসেন, পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, ওসি মোঃ আবুল বাশার, ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, এ্যাড. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, একেএম নুরুল হক তালুকদার, আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মজিবর রহমান, আমতলী বকুলনেছা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, আমতলী একে মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান, এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাশির উদ্দিন, যুবলীগ সভাপতি জিএম ওসমানী হাসান ও কৃষকলীগ সভাপতি অশোক কুমার মজুমদার প্রমুখ।