প্রেসক্লাব মোল্লাহাটের উদ্যোগে জাতির জনকের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সকল সাংবাদিকরা কালোব্যাজ ধারন, শোকর্যালি ও দোয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। প্রেসক্লাবের এসকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সভাপতিত্বে একর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্লা ও উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবীর। এ ছাড়া যুবলীগ নেতা মোঃ আসাদ মোল্লা, রুবেল মিয়া, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জেহাদ সিকদার, প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, কোষাধ্যক্ষ প্রভাষক অরুন কুমার দাস, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মোল্লা, মোঃ জিন্নাত আলী সিকদার, এস,এম, মিজানুর রহমান, মোঃ ইমলাক হোসেন, মোঃ মনির সিকদার ও মোঃ মোস্তফা মীর প্রমূখ।