খুলনার পাইকগাছা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও উন্নত মানের খাবার পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শেখ কামরুল হাসান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি অ্যাড. শেখ মো. নূরুল হক। সম্মানিত অতিথি ছিলেন, সাবেক এমপি অ্যাড. সোহরাব আলী সানা ও পাইকগাছা-কয়রা সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মো. রশীদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, শেখ মনিরুল ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, হেমেশ চন্দ্র মন্ডল, ডা. শংকর দেবনাথ, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, জসিম উদ্দীন বাবু, শামীম হোসেন, অ্যাড. শেখ আ. রশীদ ও শেখ শাহাজান কবির প্রমুখ। অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোক র্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় আলোচনাসভা, পুরস্কার ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) আছাদুজ্জামান আসাদ, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ওসি এমদাদুল হক শেখ ও উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার প্রমুখ। অনুরূপ কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুগোল কিশোর দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন এর পরিচালনায় বিভিন্ন কর্মসূচির মধ্যে জাতীয় শোক দিবস পালিত হয়। এ ছাড়া অন্যান্য ইউনিয়নে অনুরূপভাবে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।