জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজদিখানে শোক র্যালী ও আলোচনা সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশাল শোক র্যালী বের হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. তাহমিনা আক্তার তুহিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, কেন্দ্রীয় যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, থানা কর্মকর্তা ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, রশুনিয়া ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, বালুরচর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, মধ্যপাড়া ইউপি চেয়াম্যান হাজী আবদুল করিম শেখ। এ ছাড়া বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ শোক র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।