কুষ্টিয়ার ভেড়ামারার নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট’র তত্বাবধায়ক প্রকৌশলী আসাদ হালিম বলেছেন, বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী হয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি বলেন, কিছু বিপদগামী সেনা অফিসারের দ্বারা সংগটিত হত্যাকান্ড বাংলার স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধুকে মুছে দিতে পারেনি। বাংলার মানুষ আজো তাঁকে হৃদয় দিয়ে ভালোবাসে। জাতির জনক শেখ মজিবুর রহমান বাঙ্গালীর কাছে চিরস্বরনীয় ও বরনীয় একটি নাম। তিনি আমাদের মাঝে বেঁচে আছেন, বেঁচে থাকবেন মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু হয়ে। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন সোনার বাংলা গঠনের। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা গঠনে, সমৃদ্ধ জাঁতি গঠনে আমাদের আরো সচেষ্ট হওয়া প্রয়োজন।
তত্বাবধায়ক প্রকৌশলী আসাদ হালিম গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় প্ল্যান্টের হলরুমে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বর্ণাঢ্য জীবনীর উপর আলোচনায় অংশ নিয়ে সভাপতির বক্তব্যে উপর্যুক্ত কথা গুলো বলেন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। আলোচনায় অংশনেন, প্ল্যান্টের নির্বাহী প্রকৌশলী ব্রজেন্দ্র কুমার সরকার, রবিউল ইসলাম, বিমল চন্দ্র রয় (ম্যানেজার প্রশাসন), প্রকৌশলী ওবাইদুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম আবু রায়হান।