অবিশ্বাস্য হলেও সত্য কুষ্টিয়া ভেড়ামারায় সাহার ফিলিং স্টেশনে পেট্রেল অকটেনের নামে বিক্রি হচ্ছে কেরোসিন। এমন অভিযোগ পাওয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যােিজষ্ট্রেট সোহেল মারুফের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রমান পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমান আদায় করে বন্ধ করে দেওয়া হয় সাহার ফিলিং ষ্টেশন।
সূত্র জানায়, সাহার ফিলিং এর চালানে দেখা যায় গত ২১ জুলাই পেট্রোল ও অকটেনের নামে ৩ হাজার লিটার কেরোসিন তেল কিনে পাম্পে বিক্রি শুরু করে। এ পর্যন্ত তারা ২৪০০ লিটার কেরোসিন বিক্রি করেছে অকটেন ও পেট্রোল হিসেবে। দামও আদায় করেছে ওই দামেই। তাদের প্রতারনায় গ্রহকদের যানবাহনের ও অনেক ক্ষতি করা হয়েছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মালিক সাহিরুজ্জামান(৪২) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং বন্ধ করে দেওয়া হয় পাম্পটি।