বছর ঘুরে বাঙালি জাতির জীবনে এলো সেই শোকবহ ১৫ই আগস্ট। বাঙালি জাতির শোকের দিন। স্বাধীন বাংলাদেশের স্থাপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের ৪৪ তম শাহাদাতবার্ষিকী আজ।
১৯৭৫ সালের ৫ই আগস্ট ভোরের আলো ফোটার আগেই ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতে ঘাতকেরা জাতির জনক বঙ্গবন্ধু সহ নৃশংসভাবে হত্যা করে তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও ১০ বছরের শিশু শেখ রাসেল এবং দুই পুত্রবধু সুলতানা কামাল, ও রোজী জামারকে। বঙ্গবন্ধু বোন জামাতা আগৈলঝাড়ার শহীদ আবদুর রব সেরনিয়াবাত, বেগম আরজু মনি, বেবী সেরনিয়াবাত, শহিদ সেরনিয়াবাত, আরজু সেরনিয়াবাত ও শিশু সুকান্ত বাবু সেরনিয়াবাত।
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় জাতিয় শোক দিবসে সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা ও কালো পতাকা উত্তোলন। ১৫ আগস্ট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন। আওয়ামী লীগ আয়োজনে শোক র্যালি। সরকারি শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ হলরুমে উপজেলা আওয়ামী লীগ সভাতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু নাতী বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, আগৈরঝাড়া উপজেলা চেয়াম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সহ নেতৃবৃন্দ।