ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে একটি শোক র্যালি বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও কাজী মাহবুব উর রহমান। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহছেন উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল মনসুর, গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ খান, পাগলা থানার ওসি শাহিনূজ্জামান খান প্রমূখ। এদিকে সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল হালিম মানিক। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস.এম ইকবাল হোসেন সুমন ও উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান প্রমূখ।