ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় অ্যাডভোকেট শাহাব উদ্দিন কলেজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে একটি শোক র্যালি বের করে। পরে কলেজ হলরুমে অধ্যক্ষ এ.কে.এম মাহমুদ হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর এর জীবন ও কীর্তির উপর আলোচনা সভায় অংশ নেন, পাঁচবাগ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল হক ফেরদৌস কলেজের প্রভাষক ইমরান হোসেন, নূর উদ্দিন খান, নাজনীন আক্তার, মাজহারুল ইসলাম, মোঃ জাকারিয়া, শাহ আলম, মাহমুদ আল হোসাইন, কবীর হোসাইন, নূরুল ইসলাম ও পাঁচবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফাক হায়দার কাজল প্রমূখ। শেষে বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত ও দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় শিক্ষাবিদ, রাজনৈতিকদলের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।