বিরলে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহ বিশাল শোক র্যালি বের করে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মিলিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিরল পৌরসভা, বিরল থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন, সাব রেজিষ্ট্রি অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবীর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ এম আবদুল লতিফ, সহ-সভাপতি ও বিরল পৌরসভার মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যঅনেল চেয়ারম্যান এ্যাড. রবিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান লিজা, প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ কুদ্দুস সরকার, বিরল থানার কর্মকর্তা ইনচার্জ এ টি এম গোলম রসুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ¦ মোঃ ইদ্রিস আলীসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সূধীজন উপস্থিত ছিলেন। দুপুরে উপজেলার সকল মসজিদ সমূহে বিশেষ মুনাজাত, স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানা সমূহে বিশেষ খাবার পরিবেশন ও অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহ স্ব-স্ব প্রতিষ্ঠানে পৃথক পৃথক রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।