উপজেলার মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার মহান স্হপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করা হয়। পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় বঙ্গবন্ধু ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বেলা সাড়ে ১২ টার দিকে বিদ্যালয়ে
শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে রচনা, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন শেষে পুরস্কার বিতরন করেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল সরকার,ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মহাদেব রায়,শিক্ষক প্রতিনিধি আবু নাসের খান, মোঃ আবদুল হালিম, সানজিদা সুলতানা, ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান পনির, সহ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ।