কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবস টি পালন উপলক্ষে গতকাল ১৫ আগস্ট সকাল ৯ টায় শোক র্যালী শেষে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনতায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেস কুমার সানা, সহকারী কমিশনার(ভুমি) নুর ই আলম সিদ্দিকী, থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ রবিউল হোসেন, কৃষি কর্মকর্তা এস এম মিজান মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ্যাড. কেরামত আলী, অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সাংবাদিক মনিরুজ্জামান মনু, প্রধান শিক্ষক আলহাজ¦ নুরুল আমিন নাহিন, শিক্ষার্থী মিজানুর কবির ,মিলিথা রানী মৌ প্রমুখ। আলোচনা শেষে চিত্রাঅংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, যুবঋণ বিতরন এবং প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।