জয়পুরহাটের কালাইয়ে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচিগুলোর মধ্যে- বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল শোক র্যালি বের হয়ে কালাই-বগুড়া সড়কে প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি-বেসরকারি কমকর্তা কর্মচারী, মুক্তি যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকসহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং একই স্থানে এসে র্যালিটি শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। কালাই পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর সাজ্জাদুর রহমান কাজল এর সঞ্চালনায় কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আফাজ উদ্দিন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন মোল্লা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, উপজেলার মুক্তিযোদ্ধা মুনীশ চৌধুরী, আবদুল মজিদ ও রেজাউল করিম, আহম্মেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর মন্ডল, কালাই ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো. মামুনুর রশিদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। ওই আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ দেশ এবং জাতির উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়। ওই দোয়াটি পরিচালনা করেন কালাই উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. নাজমুল হক।