গ্রাম্য এক সুদি মহাজনের লোলুপ দৃষ্টিতে বিধবার সহায় সম্পত্তি ভুল বুঝিয়ে লিখে নেয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জরিনা বেগম (৬৫) নামের এক বিধবা নারী। তার লাশ দাফনে ওই সুদি মহাজন বাঁধা দেয়ায় স্বামীর ভিটার পরিবর্তে মৃত্যুর দুইদিন পর থানা পুলিশের হস্তক্ষেপে বিধবার লাশ দাফন করা হয়েছে তার পৈত্রিক ভিটায়।
এ ঘটনায় ওই সুদি মহাজনের সহযোগিদের সাথে এলাকাবাসীর হাতাহাতির ঘটনার পর চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরবর্তীতে বুধবার রাতে থানায় অভিযোগ দায়েরের পর বিষয়টি নিয়ে আজ শুক্রবার থানায় সালিশ বৈঠকের আয়োজন করা হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের।
সালিশ বৈঠক সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত বলু ফকিরের কন্যা ও একই গ্রামের মৃত আলী সিকদারের স্ত্রী জরিনা বেগম তার বাবার বাড়ির ৮৬ শতক জমির মালিক হন। জরিনার সহজ সরল তিন সন্তান রয়েছে। সূত্রে আরও জানা গেছে, জরিনার ওই সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি পরে প্রতিবেশি মৃত মহর আলী ফকিরের পুত্র গ্রাম্য সুদি মহাজন নুরুল ইসলাম নুরু ফকিরের। সম্প্রতি জরিনাকে ভুল বুঝিয়ে কৌশলে একাধিক দলিলের মাধ্যমে পুরো সম্পত্তি নুরু ও তার ছেলেদের নামে দলিল করিয়ে নেয়। দলিল সম্পাদনের পর পরই জরিনাকে পাঁচশ’ টাকা হাতে ধরিয়ে দিয়ে নুরু ও তার সহযোগিরা ঢাকার লঞ্চে উঠিয়ে দেয়। বিধবা জরিনা ঢাকায় গিয়ে তার দিনমজুর ছেলে আলমের কাছে ঘটনাটি জানায়।
আলম সিকদার জানান, তার মায়ের কাছে সব জেনে তিনি স্থানীয় গ্রামবাসীদের বিষয়টি অবহিত করেন। একপর্যায়ে এলাকাবাসীর চাঁপের মুখে সুদি মহাজন নুরু নানা তালবাহানা শুরু করেন। এরইমধ্যে জমির শোকে জরিনা স্টোক (হৃদরোগে আক্রান্ত) করে ঈদের দিন দুপুরে ঢাকায় বসে মারা যান। ওইদিন রাতেই তার (জরিনা) লাশ গ্রামের বাড়িতে এনে বাড়িতে লাশ দাফন করতে গেলে নুরু জমির মালিক দাবি করে লাশ দাফনে বাঁধা প্রদান করেন।
এনিয়ে লাশ দাফনের পক্ষ ও বিপক্ষ নিয়ে গ্রামবাসীর সাথে নুরু এবং তার সহযোগিদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার রাতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে রাত একটার দিকে বাবার বাড়িতেই জরিনার লাশ দাফন করেন।
এ ঘটনায় সঠিক বিচার পেতে মৃত জরিনার পুত্র জামাল সিকদার বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, বিষয়টি নিয়ে আজ শুক্রবার সকালে থানায় সমাধান বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে বিধবার সম্পত্তি ফেরত দেয়া না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।